দ্বিতীয় দিনের জেরায় মহা বিপদের মুখে রিয়া চক্রবর্তী। মূলত ৮ জুন কেন্দ্রিক কিছু প্রশ্নের রিয়া যে উত্তর দিচ্ছেন, তাতে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।

সিবিআই যে প্রশ্নগুলি রিয়ার সামনে রাখা হয়েছে তা হল…

১. সুশান্ত অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকা সত্ত্বেও তাকে ছেড়ে কেন গিয়েছিলেন রিয়া?

২. যাবার সময় কী কী জিনিস নিয়ে যায়?

৩. বাড়ি ফিরে কেন সুশান্তের ফোন নম্বর ব্লক করে দেওয়া হয়?

৪. সুশান্তের ফোন নম্বর ব্লক করে কেন বারবার নীরজ ও সিদ্ধার্থকে ফোন?
এই প্রশ্নগুলি নিয়ে রিয়া ও স্যামুয়েলের উত্তর মিলছে না। ফলে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। রিয়াকে কি গ্রেফতার করা হবে? সেই প্রশ্ন এখন মুম্বইয়ের বিভিন্ন মহলে ঘুরছে।
