Sunday, August 24, 2025

মা দাদাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল নাবালিকার বিরুদ্ধে। নিজেই খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে ওই নাবালিকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের কয়েক কিলোমিটারের মধ্যে অভিজাত গৌতমপল্লি এলাকায় ঘটে এই ঘটনা । রেলের এগজিকিউটিভ ডিরেক্টর আর ডি বাজপেয়ীর স্ত্রী মালিনী (৪৫) ও ছেলে শরদ (২০)-এর খুনের খবর রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পায় পুলিশ। বাংলোর বেডরুমে দেহ দু’টি উদ্ধার হয়। খবর পেয়ে মাঝপথেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক বন্ধ করে দেন রেল বোর্ডের চেয়ারম্যান। তিনি লখনউ রওনা হন।

এই প্রসঙ্গে লখনউয়ের পুলিশ কমিশনার সুজিত পান্ডে জানিয়েছেন , “রেল কর্তার মেয়ে মানসিক অবসাদে ভুগছিল। ওই নাবালিকা নিজেই মা এবং দাদাকে খুন করেছে বলে স্বীকার করে । অপেশাদার শুটিং প্রতিযোগিতায় যোগ দিত সে । নিজের বন্দুক দিয়েই এই কাণ্ড ঘটায় । মা এবং দাদা কে খুন করার পর নিজের হাতে রেজার দিয়ে ক্ষতবিক্ষত করে ওই নাবালিকা।”
পুলিশ জানিয়েছে, রেজারে হাত কেটে নিজের রক্ত দিয়ে বাথরুমের আয়নায় মেয়েটি লিখেছিল, ‘‘মানুষ হিসেবে আমি ডিসকোয়ালিফায়েড।’’ মেয়েটিকে জুভেনাইল হোমে পাঠানো হচ্ছে।

মানসিক অবসাদের কারণে এই খুন বলে পুলিশের প্রাথমিক তদন্তে মনে হলেও, আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই নাবালিকাকে। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version