ট্রাম্প ঠিক হাঁসের মত, আর ওর ছেলে একটা বলদ, মার্কিন প্রেসিডেন্টকে বেনজির আক্রমণ বোনের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যা নয় তাই বলে আক্রমণ করলেন তাঁর বোন মারিয়ানা। কখনও বললেন ট্রাম্পের মুখটা হাঁসের মত, আবার কখনও ট্রাম্পের বড় ছেলেকে বলদের সঙ্গে তুলনা করলেন। নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের পরিবারেই ট্রাম্পের বিরুদ্ধে কেচ্ছা প্রকাশের পর উল্লসিত তাঁর বিরোধী শিবির।

এর আগেও ট্রাম্পের বোনের কথোপোকথনের একটি গোপন অডিও ফাঁস হয়েছিল। সেখানেও ট্রাম্পের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বোন মারিয়ানা। ফের দ্বিতীয় দফায় আরেকটি বিস্ফোরক অডিও ফাঁস করলেন ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প। ওই গোপন অডিওতে ট্রাম্পের ছোট বোন মারিয়ানা ট্রাম্প বেরিকে বলতে শোনা যায়, এরিক (ট্রাম্পের ছেলে) একদম বলদ হয়ে গেছে। আর ইভাঙ্কা তো ( ট্রাম্পের মেয়ে) আরও নির্লজ্জ। সে ঠিক তার বাবার মত। হ্যাঁ, সে দিন দিন একটা ছোট ট্রাম্প হয়ে উঠেছে।

সর্বশেষ অডিও ক্লিপটি প্রকাশ হয়েছে আগেরটি প্রকাশের এক সপ্তাহ পর। আগের অডিও ক্লিপে বোন বলেছিলেন যে, তার ভাইয়ের কোনও নীতি নেই, সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক ও নির্লজ্জ। গোপনে তোলা এই রেকর্ডিংটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট। এরপর দ্বিতীয় ক্লিপে ট্রাম্পের বোন বলেন, ডোনাল্ড ট্রাম্প কারুর জন্য কিছুই করবেন না, যদি না সে ব্যাপারে আগে কোনও প্রতিশ্রুতি দিয়ে রাখেন। তিনি নিজের প্রচারের স্বার্থে জনগণের কাছে কৃতিত্ত্ব না নিয়ে কিছুই করেন না। আর যদি কিছু করেন, তখন বলবেন, দেখো আমি কী দারুণ করলাম। আমি চমৎকার নই? তার মুখটা হল হাঁসের মত। ঠিক যেমনটা ছিলেন বাবা।