Wednesday, November 5, 2025

ট্রাম্প ঠিক হাঁসের মত, আর ওর ছেলে একটা বলদ, মার্কিন প্রেসিডেন্টকে বেনজির আক্রমণ বোনের!

Date:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যা নয় তাই বলে আক্রমণ করলেন তাঁর বোন মারিয়ানা। কখনও বললেন ট্রাম্পের মুখটা হাঁসের মত, আবার কখনও ট্রাম্পের বড় ছেলেকে বলদের সঙ্গে তুলনা করলেন। নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের পরিবারেই ট্রাম্পের বিরুদ্ধে কেচ্ছা প্রকাশের পর উল্লসিত তাঁর বিরোধী শিবির।

এর আগেও ট্রাম্পের বোনের কথোপোকথনের একটি গোপন অডিও ফাঁস হয়েছিল। সেখানেও ট্রাম্পের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বোন মারিয়ানা। ফের দ্বিতীয় দফায় আরেকটি বিস্ফোরক অডিও ফাঁস করলেন ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প। ওই গোপন অডিওতে ট্রাম্পের ছোট বোন মারিয়ানা ট্রাম্প বেরিকে বলতে শোনা যায়, এরিক (ট্রাম্পের ছেলে) একদম বলদ হয়ে গেছে। আর ইভাঙ্কা তো ( ট্রাম্পের মেয়ে) আরও নির্লজ্জ। সে ঠিক তার বাবার মত। হ্যাঁ, সে দিন দিন একটা ছোট ট্রাম্প হয়ে উঠেছে।

সর্বশেষ অডিও ক্লিপটি প্রকাশ হয়েছে আগেরটি প্রকাশের এক সপ্তাহ পর। আগের অডিও ক্লিপে বোন বলেছিলেন যে, তার ভাইয়ের কোনও নীতি নেই, সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক ও নির্লজ্জ। গোপনে তোলা এই রেকর্ডিংটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট। এরপর দ্বিতীয় ক্লিপে ট্রাম্পের বোন বলেন, ডোনাল্ড ট্রাম্প কারুর জন্য কিছুই করবেন না, যদি না সে ব্যাপারে আগে কোনও প্রতিশ্রুতি দিয়ে রাখেন। তিনি নিজের প্রচারের স্বার্থে জনগণের কাছে কৃতিত্ত্ব না নিয়ে কিছুই করেন না। আর যদি কিছু করেন, তখন বলবেন, দেখো আমি কী দারুণ করলাম। আমি চমৎকার নই? তার মুখটা হল হাঁসের মত। ঠিক যেমনটা ছিলেন বাবা।

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version