“নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছিলেন”, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা অমিত শাহের

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক টুইট বার্তায় তিনি লেখেন, “ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন অভিজ্ঞ নেতা, বাংলার এক প্রিয় সন্তান। যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছিলেন। তাঁর রাজনৈতিক যাত্রা সমগ্র দেশের কাছে গর্বের বিষয় হয়ে থাকবে।”