Monday, May 5, 2025

দলবদল চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী শিবির ছেড়ে শাসকদলে যাচ্ছেন অনেকে। আবার উল্টোটাও হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এবার শিবিরবদল ঘিরে উঠল উপঢৌকন দিয়ে দলে টানার অভিযোগ। শনিবার বাগদা ব্লকের পুরাতন হেলেঞ্চায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন অনেকে। উপহার হিসেবে পুরুষদের ধুতি-গামছা, মহিলাদের শাড়ি দেওয়া হয়। এই ঘটনায় সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা। উপঢৌকন দিয়ে দরিদ্র পরিবারগুলিকে দলে টানা হয়েছে বলে অভিযোগ তাদের। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, লকডাউন পরিস্থিতিতে গরিব পরিবারকে সাহায্য করতেই দেওয়া হয়েছে ধুতি-শাড়ি।

দলবদলের ওই অনুষ্ঠানে ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোর হালদার ও  হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস। আদিবাসী সম্প্রদায়ের শখানেক মানুষের হাতে ধুতি-শাড়ি ছাড়াও মাস্ক, গামছা, গাছের চারা তুলে দেওয়া হয়।
বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সম্পাদক অমৃতলাল বিশ্বাসের দাবি, লোকসভা ভোটে এই এলাকায় তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিল বিজেপি। সেই কারণেই এবার লোভ দেখিয়ে গরিব আদিবাসীদের দলে টানতে চাইছে শাসকদল। ধুতি-শাড়ি দেওয়ার ঘটনায় সমালোচনা করেছে সিপিআইএমও।

যদিও জেলা পরিষদের তৃণমূল সদস্য পরিতোষ সাহার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছে ওই পরিাবারগুলি। তিনি বলেন, বিভিন্ন সময়ে আদিবাসীদের সহযোগিতা করে তাঁদের দল। করোনা-আবহে অনেক মানুষ কাজ হারিয়েছেন। ত্রাণ ও খাদ্যসামগ্রী নিয়ে আগেও তাঁদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। তৃণমূলের কাউকে প্রলোভন দেখিয়ে দলে টানার প্রয়োজন হয় না।

 

Related articles

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...
Exit mobile version