Wednesday, August 27, 2025

দলবদল চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী শিবির ছেড়ে শাসকদলে যাচ্ছেন অনেকে। আবার উল্টোটাও হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এবার শিবিরবদল ঘিরে উঠল উপঢৌকন দিয়ে দলে টানার অভিযোগ। শনিবার বাগদা ব্লকের পুরাতন হেলেঞ্চায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন অনেকে। উপহার হিসেবে পুরুষদের ধুতি-গামছা, মহিলাদের শাড়ি দেওয়া হয়। এই ঘটনায় সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা। উপঢৌকন দিয়ে দরিদ্র পরিবারগুলিকে দলে টানা হয়েছে বলে অভিযোগ তাদের। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, লকডাউন পরিস্থিতিতে গরিব পরিবারকে সাহায্য করতেই দেওয়া হয়েছে ধুতি-শাড়ি।

দলবদলের ওই অনুষ্ঠানে ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোর হালদার ও  হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস। আদিবাসী সম্প্রদায়ের শখানেক মানুষের হাতে ধুতি-শাড়ি ছাড়াও মাস্ক, গামছা, গাছের চারা তুলে দেওয়া হয়।
বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সম্পাদক অমৃতলাল বিশ্বাসের দাবি, লোকসভা ভোটে এই এলাকায় তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিল বিজেপি। সেই কারণেই এবার লোভ দেখিয়ে গরিব আদিবাসীদের দলে টানতে চাইছে শাসকদল। ধুতি-শাড়ি দেওয়ার ঘটনায় সমালোচনা করেছে সিপিআইএমও।

যদিও জেলা পরিষদের তৃণমূল সদস্য পরিতোষ সাহার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছে ওই পরিাবারগুলি। তিনি বলেন, বিভিন্ন সময়ে আদিবাসীদের সহযোগিতা করে তাঁদের দল। করোনা-আবহে অনেক মানুষ কাজ হারিয়েছেন। ত্রাণ ও খাদ্যসামগ্রী নিয়ে আগেও তাঁদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। তৃণমূলের কাউকে প্রলোভন দেখিয়ে দলে টানার প্রয়োজন হয় না।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version