গঙ্গায় তলিয়ে গেল ২০০ বিঘা জমি, সঙ্কটে মালদাবাসী

গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে প্রায় ২০০ বিঘা জমি । ভেঙেছে প্রচুর ঘরবাড়ি । মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে নদীভাঙনের ভয়ঙ্কর চিত্র। সব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু বাসিন্দা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

সোমবার বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। সবচেয়ে খারাপ অবস্থা কালিয়াচক বীরনগরের চিনাবাজার গ্রামের। এদিন ভোর থেকে এলাকায় শুরু হয় ভাঙন। চোখের সামনে গঙ্গাগর্ভে তলিয়ে যেতে থাকে জমি আমবাগান, বসতবাড়ি। বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে শুরু করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, কমকরে ১০০ টি বাড়ি গঙ্গায় তলিয়ে গিয়েছে। অবস্থা এতটাই খারাপ যে, অনেকে নিজেদের পাকা বাড়ি ভেঙ্গে দরজা,জানালা, ইঁট-কাঠ অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। প্রায় হাজার খানেক মানুষকে এখন খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে।

 

 

Previous articleBREAKING : JEE পরীক্ষার্থীদের পাশে রাজ্য, বাস-ট্যাক্সি-অটো চালানোর কড়া নির্দেশ
Next articleBreaking : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়