Tuesday, December 16, 2025

মহামারির জেরে পাল্টে দিয়েছে সারা বিশ্বের পরিস্থিতি। এবার মহামারির প্রভাব পড়ল জনগণনা ও জাতীয় নাগরিক পঞ্জি তথা এনপিআর- এর উপরও। চলতি বছরই এই কাজ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী এক বছরের জন্য পিছিয়ে যেতে পারে জনগণনা ও এনপিআর- এর কাজ। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

চলতি বছর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর জনগণনা ও এনপিআর হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের জেরে সেই কাজ প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ৩০ লক্ষ কর্মী। এই বিপুল সংখ্যক কর্মীর সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। সংবাদসংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজ এক বছর পিছিয়ে দিলেও কোনও ক্ষতি হবে না।”

প্রসঙ্গত, জনগণনার সঙ্গে এনপিআর-এর তথ্য সংগ্রহ করা নিয়ে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্য বিরোধিতা করে। কিন্তু একাধিক রাজ্যের বিরোধিতা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত অটল কেন্দ্র। ২০১১ সালে জনগণনার সময় প্রথম দেশজুড়ে এনপিআর-এর তথ্য সংগ্রহ করা হয়। ২০১৫ সালে খসড়া এনপিআরের নবীকরণ হয়। ফের জনগণনার সময় এনপিআর নবীকরণের কাজ করার কথা ছিল।

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version