চিনের লুকোচুরি আর ধাপ্পাবাজি ফাঁস এক ছবিতেই। আর সেই ছবি ভাইরাল চিনেরই সোশ্যাল মিডিয়ায়। গালওয়ান উপত্যকায় ভারত- চিন সংঘর্ষের ৪৭ দিন পর চিনের সংবাদমাধ্যম সূত্রেই ফাঁস হল ওই ঘটনায় নিহত চিনা সেনাদের কবরের ছবি। দেখা যাচ্ছে, প্রথমে সংখ্যাটা ৩৫ বলে মনে হলেও আদতে তা ৩৫-এর অনেক বেশি। প্রসঙ্গত, গালওয়ানে সেনা সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। সেনা সূত্রে খবর আসছিল, চিনের লাল ফৌজেরও এক কর্নেল সহ অনেক সেনার মৃত্যু হয়েছে এবং সংখ্যাটা ভারতের চেয়ে বেশি। অথচ চালাকি করে প্রথম থেকেই সেনামৃত্যুর খবর চেপে গিয়েছিল বেজিং। অতি গোপনে নিহত সেনাদের শেষকৃত্য করা হয় এবং যা নিয়ে চিনের সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানান। শি জিনপিং সরকার নিজেদের সেনামৃত্যুর খবর চেপে গেলেও সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস তখনই স্বীকার করেছিল যে গালওয়ান সংঘর্ষে তাদের দিকেই ক্ষয়ক্ষতি হয়েছে। আর এবার মান্দারিন ভাষায় লেখা কবরের ছবি ছড়িয়ে পড়েছে ওদেশেরই সোশ্যাল মিডিয়ায়, যেখানে মৃত চিনা সেনাদের নাম, রেজিমেন্টের নাম সহ স্পষ্ট লেখা হয়েছে ২০২০-র জুনে ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে মৃত্যুর কথা। এর এই ধরনের বিবরণ লেখা কবরের সংখ্যা ৩৫-এর বেশি। ফলে ছবিতেই ফাঁস চিনা সরকারের তথ্যগোপনের যাবতীয় জারিজুরি।
মৃত চিনা সেনাদের কবরের ছবি ফাঁস! গালওয়ানে নিহত লাল ফৌজের সেনার সংখ্যা ৩৫-এরও বেশি
Date:
Share post: