অত্যন্ত সঙ্কটজনক প্রণব মুখোপাধ্যায়

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। ফুসফুস সংক্রমণের জেরে “সেপটিক শক” বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমেই রয়েছেন। আজ, সোমবার সকালে মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লি সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।