আজ রাজ্যজুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। নৈহাটি থেকে শ্যামবাজার, গড়িয়া থেকে সোনারপুর সর্বত্র রাস্তা শুনশান, নেই কোনও গাড়ি। জরুরি পরিষেবার গাড়ি ছাড়া আর কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। চলছে নাকা চেকিং। অন্যদিকে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ছবিটাও এক। চলতি মাসের শেষ লকডাউনে চোখে পড়ছে পুলিশি তৎপরতার ছবি।
রাজ্যে একাধিক জায়গায় চলছে নাকা চেকিং । লকডাউনে কড়া পুলিশ প্রশাসন ।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও । ইতিমধ্যেই সেপ্টেম্বরে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে । কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারির পর সেই নিয়েও থাকছে সংশয় । কারণ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি হবে না । সিদ্ধান্ত নিতে পারবে না রাজ্য ।
সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই ঘোষণা করেছেন, করোনা সংক্রমণ রুখতে সেপ্টেম্বরের মাসের ৭, ১১ ও ১২ তারিখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে রাজ্য কথা বলবে বলে জানা গিয়েছে৷ তারপরই ছবিটা স্পষ্ট হবে। আপাতত আজকের লকডাউনে কোনও ব্যতিক্রমী ছবি এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায় নি।
