দু’বছর পর্যন্ত ঋণশোধের উপরে ছাড়ের ভাবনা, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ঋণশোধের উপরে দু’বছর পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে। যারা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের আগামী দু’বছর ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে, সরকার কি ঋণের উপরে সুদ ছাড় দেবে? কেন্দ্র জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন আদলতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানান, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই বৈঠকের অনুমতি দিক। বুধবার ফের সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে শুনানি হবে।

প্রসঙ্গত, মহামারির জেরে দেশজুড়ে লকডাউন করা হয়। আর তাতে ক্ষতির মুখ দেখেছে বহু ব্যবসা। কার্যত দেউলিয়া হয়ে যাওয়ার মত অবস্থাও হয়েছে অনেক ক্ষেত্রেই। তাই বর্তমান পরিস্থিতির কথা বিচার করে ঋণ শোধ করার জন্য বাড়তি সময় কথা ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বড় স্বস্তি টেলিকম সংস্থাগুলির, বকেয়া মেটাতে ১০ বছর সময় বরাদ্দ