Sunday, November 16, 2025

যতদিন বেঁচে থাকবো ততদিন মনের মণিকোঠায় থাকবেন প্রণবদা, স্মৃতিচারণা বুলা চৌধুরীর

Date:

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রীতিমতো মন খারাপ সাঁতারু বুলা চৌধুরীর। তিনি কখনও ভুলতে পারেন না পক প্রণালী পার হতে গিয়ে যখন তিনি অনুমতির গেরোয় আটকে পড়েছিলেন , তখন সাহায্যের হাত যিনি বাড়িয়ে দিয়েছিলেন দাদার মতো স্নেহের হাত মাথায় রেখেছিলেন, তিনি প্রণব মুখোপাধ্যায়। বুলা বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন মনের মণিকোঠায় থাকবেন প্রণবদা।

পদ্মশ্রী বুলা চৌধুরীর স্মৃতিচারণা, পক প্রণালী পার হওয়ার অনুমতির জন্য আমি তখন দিল্লিতে এক দফতর থেকে আরেক দফতরে ছোটাছুটি করছি। শেষ পর্যন্ত সাহায্য চাইতে হাজির হয়েছিলাম তাঁর কাছে। তিনি সব কথা শোনার পর সমস্যা সমাধানে এগিয়ে এসেছিলেন। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী একজন সাঁতারুর স্বপ্নকে সফল করতে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। ২০০৪ সালে সেই সময় শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হওয়ায় প্রতিরক্ষা দফতর থেকে তার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু চোখে একরাশ স্বপ্ন নিয়ে রাত দুপুরে তিনি দেখা করেছিলেন প্রণব বাবুর সঙ্গে । বুলাকে বোন সম্বোধন করে ফোনে প্রণববাবু বলেছিলেন , বুলা আমার বোন। দেখো যেন ওর কোনও সমস্যা না হয়। তার সেই এক ফোনেই অনুমতি মিলেছিল। এরপর তাদের ফের দেখা হয়েছিল পুরস্কারের মঞ্চে। সেবছর প্রণব মুখোপাধ্যায় পেয়েছিলেন পদ্মবিভূষণ আর বুলা পেয়েছিলেন পদ্মশ্রী।
বুলা নিজের লেখা একটি বই তুলে দিয়েছিলেন তাঁর হাতে। নিমেষে এক নিঃশ্বাসে সেই বইটি শেষ করে ফেলেছিলেন তিনি। এমনই নানান কথা ঘুরেফিরে মনে আসছে কৃতী সাঁতারুর। প্রাক্তন রাষ্ট্রপতি সম্পর্কে এমন নানান কথা ভিড় করছে তার মনে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version