Monday, November 17, 2025

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গোটা দেশের সঙ্গে কাঁদছেন শচীন-কোহলিরা

Date:

প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে কাঁদছে গোটা দেশ। সকলের মতোই গভীর শোকপ্রকাশ করেছেন দেশের তারকা ক্রীড়াবিদরা। দেশের আরেক ভারতরত্ন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার বিরাট কোহলি থেকে শুরু করে আরও অনেকে।

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন শচীন। তিনি লিখেছেন, “প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত আমি। কয়েক দশক তিনি ভারতকে নিবিড় আন্তরিকতার সঙ্গে সেবা করে গেছেন। তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্য সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি লিখেছেন, “জাতি এক প্রতিভাবান নেতাকে হারিয়েছে। প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর লিখেছেন, “প্রণব মুখার্জির অন্তর্ধানে আমি গভীরভাবে শোকাহত। সবার ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়া নেতাদের দলে ছিলেন তিনি। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক বহন করার শক্তি দিন। দেশের জন্য তাঁর অবদান দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

প্রণববাবুর প্রয়াণে অনিল কুম্বলের টুইট, “প্রণব মুখার্জির মৃত্যুতে অন্তরের অন্তস্তল থেকে শোক জানাচ্ছি। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।”

অজিঙ্কা রাহানে লিখেছেন, “প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাই। তিনি ওপারে চিরশান্তিতে থাকুন।”

দেশসেবক প্রণব মুখোপাধ্যায় ছিলেন বাংলার সন্তান। তাঁর মৃত্যুর শোক ছুঁয়ে গেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকেও। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এক শোক বার্তায় লিখেছেন, “প্রণব মুখার্জি একজন ক্রীড়াপ্রেমীও ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময়ে সিএবি তাঁর অনেক সমর্থন পেয়েছে। তাঁর চলে যাওয়ায় সিএবি সদস্যদের হৃদয় ভেঙে গেছে।”

প্রাক্তন ওপেনার বীরেন্দ সেহবাগ টুইট করেছেন, “ওপারে শান্তিতে থাকবেন।” এ ছাড়া প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন পেসার ইশান্ত শর্মাও।

Related articles

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...
Exit mobile version