Monday, November 17, 2025

মহামারি আবহে নির্বিঘ্নে হলো সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রথম দিনের পরীক্ষা

Date:

মহামারি আবহে মঙ্গলবার থেকে শুরু হলো সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সারা রাজ্যে ১৫টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এ রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৭৩ জন। এদিন মূলত ছিল আর্কিটেকচারের পরীক্ষা। বুধবার থেকে ইঞ্জিনিয়ারিং এর কোর বিষয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে।

কলকাতার সল্টলেকের টিসিএস গীতবিতানে পরীক্ষা কেন্দ্র করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মেনে একাধিক সুরক্ষা বিধি গ্রহণ করা হয়। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের ঢোকার আগে, তাঁদের সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করানো হয়। পরীক্ষা কেন্দ্রের গেটে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হয়। প্রত্যেককে দেওয়া হয় স্যানিটাইজার এবং মাস্ক। ছাত্র-ছাত্রীরা জানান, পরীক্ষা কেন্দ্রের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখেই বসার ব্যবস্থা করা হয়।

তবে এদিন অনেকেই সংক্রমণের ভয়ে গণ পরিবহন ব্যবহার করেননি। ব্যক্তিগত গাড়ি অথবা গাড়ি ভাড়া করে, পৌঁছেছেন পরীক্ষা কেন্দ্রে। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে খরচও হয়েছে অনেক। শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে পরীক্ষার্থীরা সল্টলেকে এসেছিলেন। তমলুকের বাসিন্দা এক পরীক্ষার্থীর অভিভাবক জানান, ৫ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এসেছেন।

আরও পড়ুন- সানি লিওন থেকে কার্টুন চরিত্র, কলেজে ভর্তি প্রক্রিয়ায় উঠে এলো আসল তথ্য

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version