সুশান্তের বাড়িতে সেই রাতে কারা এসেছিলেন?

সিবিআই, ইডি একসঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রকৃত কারণ বের করতে তদন্ত করছিল। সম্প্রতি রিয়ার মোবাইল চ্যাটে মাদক কারবারিদের সঙ্গে যোগ মিলতেই তদন্তে যুক্ত হয়েছে এনসিবি-ও।সুশান্তের পরিচিতদের দফায় দফায় জেরা চলছে। এমন সময়ই একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সিদ্ধার্থ পিঠানি যা বললেন, তাতে নতুন করে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ একটি টিভি চ্যানেলকে বলেন ১৩ জুন রাতে অভিনেতার সঙ্গে দেখা করতে কয়েকজন এসেছিলেন।আর ১৪ জুন সকালে সুশান্তের দেহ মেলে বান্দ্রার ফ্ল্যাটের ঘর থেকে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন, রাতে যারা এসেছিলেন তাঁরা কারা? শোনা যাচ্ছে, ৮ জুন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর কিছুদিনের মধ্যে কয়েকজন এসে অভিনেতাকে হুমকি দিয়েছিল। সূত্রের খবর, তাঁরা নাকি রিয়া চক্রবর্তীর পাঠানো লোকজন। বিষয়টা সত্যি কিনা জানা যায়নি। তবে রিয়া যদি লোকজন পাঠিয়ে সুশান্তকে হুমকি দিয়ে থাকেন, তাহলে সেটা কেন? রিয়াই কি সুশান্তকে মাদক দিতেন না নিজেও মাদকাসক্ত ছিলেন? রিয়ার আইনজীবীর দাবি, তাঁর মক্কেল মাদক নেননি কোনওদিন। এনসিবি ও সিবিআই বিষয়টি খতিয়ে দেখছে। ১৩ জুন রাতে কারা এসেছিল সুশান্তের ফ্ল্যাটে তা স্পষ্ট হলেই তদন্তের জট একটু একটু করে খুলবে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : বিস্ফোরক অডিও, সুশান্ত রিটায়ারের কথা ভাবছেন! রিয়ার মাথায় শুধুই টাকা