ফের শহরে রহস্য মৃত্যু। এবার অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা দমদমের পিকে গুহ লেনের। আজ, বুধবার সকালে এখানকার নির্মীয়মান এক বহুতল থেকে উদ্ধার হয়েছে নাম-পরিচয়হীন ওই যুবতীর দেহ। যুবতীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত যুবতীর পরনে ছিল একটি টিশার্ট এবং প্যান্ট। পুলিশ অবশ্য তাঁর কাছ থেকে মোবাইল কিংবা ব্যাগ কিছুই পায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করে ফেলে দেওয়া হয়েছে দেহটি। এবং তথ্য প্রমাণ লোপাট করতেই মোবাইল ও ব্যাগ সরিয়ে ফেলেছে আততায়ীরা। আর তাতেই রহস্য ঘনীভূত হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজ জয়েন্ট পরীক্ষার্থী! জাতীয় সড়ক থেকে উদ্ধার ছাত্রের স্কুটি-হেলমেট
