Saturday, August 23, 2025

কার্যত অসম্ভবকে সম্ভব করলেন তিনি। যখন একটা সময় সকলেই ধরে নিয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের আইএসএল খেলা হবে না, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় আইএসএল-এর দরজা খুলে গেল লাল-হলুদ ক্লাবের জন্য। যা শুধু বাংলা নয়, ভারতীয় ফুটবল কিংবা আইএসএলের জন্য একটি ইতিবাচক দিক।

এই ঘটনা বাংলা ফুটবলে আজ উৎসবের জোয়ার এনেছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আগেই আইএসএল-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত ধরে এবার ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পাওয়ায় শুধু লাল-হলুদ জনতা নয়, বাংলার আপামর ফুটবলপ্রেমী এবং মোহনবাগান সমর্থকরাও তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনও সকলের মতো মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন। এখন বিশ্ব বাংলা সংবাদ-এর ফেসবুক লাইভে এসে মেহতাব বলেন, “ইস্টবেঙ্গল-মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবলের কোন অস্তিত্ব নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পাওয়ায় সেটা ভারতীয় ফুটবলের জন্য একটি ভালো দিক। মান বাড়বে আইএসএলেরও। বাঙালি তার চিরাচরিত ডার্বি দেখা থেকে বঞ্চিত হবে না।”

এরপরই মেহতাব মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলা ফুটবলের জন্য, ইস্টবেঙ্গলের জন্য দিদি যেটা করলেন তাঁকে শতকোটি প্রণাম। উনি ছাড়া এ কাজ সম্ভব হতো না। অসম্ভবকে সম্ভব করার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি এ বিষয়ে তিনি নিজে নীতা আম্বানির সঙ্গে কথা বলেছেন। উনি ইস্টবেঙ্গলকে শতবর্ষের উপহার দিলেন।”

আরও পড়ুন- Breaking: এগারো বছর পর ফের চলবে কলকাতা-লন্ডন উড়ান

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version