বড় সাফল্য ভারতীয় সেনার, প্যাংগংয়ে ফিঙ্গার ফোর ফের দখল

বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা। পিছু হঠল চিন। লাদাখের গালওয়ান উপত্যকায় জুনের সংঘর্ষ ও চিনা আগ্রাসনের পর এই প্রথম প্যাংগং সো-এর উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ফিঙ্গার ফোর টপ পুনর্দখল করল ভারতীয় সেনাবাহিনী। এতদিন ফিঙ্গার ফোর দখল করে রেখেছিল চিনের লাল ফৌজ। যেহেতু ফিঙ্গার ফোর কৌশলগতভাবে দুদেশের কাছেই খুবই গুরুত্বপূর্ণ, তাই সেখান থেকে সরতে রাজি হচ্ছিল না চিনা ফৌজ। শেষপর্যন্ত চিনা সেনাদের হঠিয়ে ফিঙ্গার ফোরের দখল নিল ভারতীয় সেনা। জুনের সংঘর্ষের পর এই ঘটনা ভারতীয় সেনার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য।

আরও পড়ুন : লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে চিন, রিপোর্ট পেশ ভারতীয় গোয়েন্দাদের