Tuesday, November 4, 2025

স্মার্টকার্ড রিচার্জ করার অ্যাপ চালু মেট্রো রেলের

Date:

এবার অ্যাপের মাধ্যমেও মিলবে মেট্রো রেলের ‘স্মার্টকার্ড’ রিচার্জের সুবিধা৷ ওয়েবসাইটে এই পরিষেবা আগেই চালু ছিলো৷ আপাতত অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে এই ‘মেট্রো রেলওয়ে কলকাতা’ অ্যাপ৷ আইফোন ব্যবহারকারীদের জন্যও এই একই অ্যাপ আনবে মেট্রো রেল।

সংক্রমণ এড়াতে কলকাতা মেট্রোয় টোকেনের বদলে স্মার্টকার্ড ব্যবহারের কথা জানিয়েছে রেল। সেই কারণেই এই অ্যাপ- পরিষেবা চালু হয়েছে। এই অ্যাপে রিচার্জের পাশাপাশি মিলবে মেট্রো সফরের নানা খবর৷ থাকছে প্রতিটি স্টেশনের কাছাকাছি থাকা বিখ্যাত পর্যটন কেন্দ্র, পরবর্তী স্টেশন, গন্তব্যে পৌঁছনোর আনুমানিক সময় ইত্যাদি।
এদিকে, কলকাতা মেট্রো ঠিক কবে থেকে চালু হবে তা এখনও অনিশ্চিত। তবে মেট্রো কর্তৃপক্ষ পরিষেবা চালুর যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে। মেট্রো স্টেশন এবং রেক স্যানিটাইজ করা চলছে। এসব বিষয়ে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি উচ্চ পর্যায়ের এক বৈঠকও করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিটি স্টেশন ও রেকগুলি সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে।
মেট্রোর যাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিষেবা চালু হলে এই কাজ প্রতিদিন করতে হবে। রাজ্য সরকারের সঙ্গে মেট্রো রেলের বৈঠকের দিন মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি৷ স্বরাষ্ট্র ও নগরোন্নয়ন মন্ত্রকের গাইড লাইনেরও অপেক্ষায় আছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ভ্যাকসিন সরবরাহ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও উদ্যোগে যোগ দেবে না আমেরিকা

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version