Tuesday, November 4, 2025

করোনা আবহের মধ্যেই কলকাতার ঐতিহ্যবাহী মহম্মদ আলি পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। সমস্তরকম নিয়ম-নীতি ও বিধিনিষেধ মেনে এদিন খুঁটি পুজো হয়। সকাল থেকেই চলতে থাকে পূজার্চনা। এবছর শুরু থেকেই মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো নিয়ে সংশয় ছিল। কারণ, যেখানে পুজো হয় সেখানে কিছু অসুবিধা থাকায় এ বছর পাশের একটি জায়গায় পুজো হচ্ছে। একই সঙ্গে করোনা আবহ। সবমিলিয়ে একটা সংশয় বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে সেই সংশয় দূর হলো।

তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পুজোর আয়োজন খুব ছোট করে হবে। কোনও আকর্ষণীয় থিম হবে না। দুর্গা প্রতিমা হবে একচালার। সেইভাবে কোন নতুনত্ব থাকছে না। শুধুমাত্র মায়ের মণ্ডপটি ছোটর উপর তৈরি করা হবে। দর্শনার্থীরা যাঁরা আসবেন, তাঁরা মন্ডপের বাইরে দাঁড়িয়ে মাকে দর্শন করে চলে যাবেন। এবং সেখানে প্রবেশ করার জন্য থাকছে স্যানিটাইজার টানেল।

এদিন খুঁটিপুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি জানিয়েছেন, “এ বছর মাতৃ আরাধনার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হবে বিশ্বকে যেন করোনা মুক্ত করে মা। এবং সমস্ রকম স্বাস্থ্যবিধি মেনে এবছর পুজো করা হবে মহম্মদ আলি পার্কে।”

আরও পড়ুন : স্মার্টকার্ড রিচার্জ করার অ্যাপ চালু মেট্রো রেলের

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version