ইউজিসির নির্দেশিকা মেনে চলতি মাসেই পরীক্ষা নেবে বিশ্বভারতী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই মাসেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তা সিদ্ধান্ত নিতে বিভিন্ন বিভাগের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসির নির্দেশিকা অনুযায়ী, চূড়ান্ত বর্ষের পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকে ঠিক হয়, কীভাবে পরীক্ষা হবে ইউজিসির গাইডলাইন মেনে সেই সিদ্ধান্ত নেবেন বিভিন্ন বিভাগের অধ্যক্ষরা। ওই বিবৃতিতে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, বিভাগীয় প্রধান, অনুষদ এবং পড়ুয়াদের মতামতও বিবেচনা করবেন অধ্যক্ষরা। একই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে কী করছে তাও নজর রাখতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের ২৮ অগাস্টের রায় মেনে চলা হবে। একই সঙ্গে ইউজিসির ৬ জুলাইয়ে নির্দেশিকা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের সুরক্ষার দিকে সবরকম নজর রাখা হবে।

আরও পড়ুন : করোনা আতঙ্কে দরজায় আসে না খদ্দের, অসহায় যৌনকর্মীদের কাজ দিচ্ছে রাজ্য সরকার