Saturday, August 23, 2025

কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব হলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সেপ্টেম্বর মাস জুড়ে তৃণমূলের তিনটি কর্মসূচির কথা তিনি ঘোষণা করেছেন।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাষ্ট্রীয় শোকের মধ্যেও কেন্দ্র জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে। দিল্লির এই বঞ্চনা মানব না। কেন্দ্রের লাঞ্ছনার বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর রাজ্যের ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা করার ডাক দিয়েছেন তিনি। তাঁর কথায়, ” ভার্চুয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রী অনেকবার প্রাপ্য টাকা কেন্দ্রের কাছে চেয়েছে। কিন্তু জিএসটি বাবদ টাকা এখনও দেয়নি কেন্দ্র। একসঙ্গে সরব হয়েছে ১৫টি রাজ্য।” বাংলাকে বাংলার প্রাপ্য দিতে হবে এই দাবি নিয়ে ১৪ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব বলেন, জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এই তালিকায় আছে রেল, ভেল এয়ারপোর্ট, বিএসএনএল। কর্মী সংকোচন করা হচ্ছে। নিয়োগ বন্ধ রাখা হচ্ছে। ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব বেড়েছে দেশে। এত কিছুর মধ্যেও ক্ষুদ্র মাঝারি শিল্পে রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমাতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর চাকরি ছাঁটাই চলবে না,চাকরি ছাঁটাই মানছি না কর্মসূচির ডাক দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লক, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version