Monday, November 17, 2025

কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে সরব হলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সেপ্টেম্বর মাস জুড়ে তৃণমূলের তিনটি কর্মসূচির কথা তিনি ঘোষণা করেছেন।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাষ্ট্রীয় শোকের মধ্যেও কেন্দ্র জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে। দিল্লির এই বঞ্চনা মানব না। কেন্দ্রের লাঞ্ছনার বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর রাজ্যের ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা করার ডাক দিয়েছেন তিনি। তাঁর কথায়, ” ভার্চুয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রী অনেকবার প্রাপ্য টাকা কেন্দ্রের কাছে চেয়েছে। কিন্তু জিএসটি বাবদ টাকা এখনও দেয়নি কেন্দ্র। একসঙ্গে সরব হয়েছে ১৫টি রাজ্য।” বাংলাকে বাংলার প্রাপ্য দিতে হবে এই দাবি নিয়ে ১৪ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব বলেন, জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এই তালিকায় আছে রেল, ভেল এয়ারপোর্ট, বিএসএনএল। কর্মী সংকোচন করা হচ্ছে। নিয়োগ বন্ধ রাখা হচ্ছে। ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকারত্ব বেড়েছে দেশে। এত কিছুর মধ্যেও ক্ষুদ্র মাঝারি শিল্পে রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমাতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর চাকরি ছাঁটাই চলবে না,চাকরি ছাঁটাই মানছি না কর্মসূচির ডাক দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লক, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, সভা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version