দেশজুড়ে করোনার দাপট অব্যাহত, আক্রান্ত ৪০ লক্ষ ছুঁইছুঁই

দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। মারণ ভাইরাস করোনার দাপট অব্যাহত। সেপ্টেম্বর মাসেও কমার কোনও লক্ষণ নেই। রোজ বিদ্যুৎ গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। গতকাল, বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা চোখ কপালে তুলেছে। অতীতের সব রেকর্ড ভেঙে একদিনের নিরিখে সর্বাধিক আক্রান্ত ছিল দেশে। গতকাল সংখ্যাটা ছিল ৮৩,৮৮৩ জন। এদিনও সেই ৮৩ হাজারের কোটাতেই আক্রান্ত।

এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৩,৩৪১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯,৩৬,৭৪৮ জন। পাশাপাশি এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে দেশজুড়ে মারণ ভাইরাসের বলি হয়েছেন ১০৯৬ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৬৮,৪৭২ জন। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে আরও জানানো হয়েছে,
বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮,৩১,১২৪ জন সক্রিয় করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর দেশজুড়ে সুস্থ হয়ে গিয়েছেন ৩০,৩৭,১৫২ জন করোনাজয়ী।

Previous articleমাদকযোগে সাতসকালে তল্লাশি রিয়া- শৌভিকের বাড়ি
Next articleSBI-সহ ৪ ব্যাঙ্ক রেখে বাকি সব বিক্রি করছে কেন্দ্র