Friday, January 30, 2026

আজ বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবস ঘিরে উত্তেজনার পারদ চড়ছে

Date:

Share post:

আজ বিজেপির রাজ্য জুড়ে ‘গণতন্ত্র বাঁচাও দিবস’। আর সেই অভিযান ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। রাজ্যের প্রত্যেকটি বিডিও অফিসের সামনে ধরণা-বিক্ষোভ চলবে সকাল থেকে। কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে বিজেপির ধরণা মঞ্চে থাকবেন দলের সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, রাজ্যে গণতন্ত্র নেই। বিজেপি কর্মীদের কোনও কারণ ছাড়াই গ্রেফতার করছে। বিধায়ক খুন হচ্ছেন। কোভিডের নামে সাংসদকে জোর করে কোয়ারান্টাইনে পাঠাচ্ছে। এ রাজ্যে কোনও বিরোধী দলকে রাজনীতি করতে দেবে না তৃণমূল সরকার। তাই সমস্ত সাব-ডিভিশনাল অফিসের সামনে হবে বিক্ষোভ। ‘আর নয় অন্যায়’, এই অন্যায়-অবিচার আর সহ্য করব না।

তবে বিজেপির এই বিক্ষোভ ঘিরে পুলিশি মহলে ব্যাপক প্রস্তুতি। কোভিড পরিস্থিতির মাঝে কোনওরকম বেনিয়ম তারা বরদাস্ত করতে রাজি নয়। বহু জায়গায় মঞ্চ সরাতে বাধ্য করা হয়েছে। বিজেপি নেতাদের অভিযোগ পুলিশ তৃণমূলের কথায় কাজ করছে। নিয়ম পদ্ধতি মানা সত্ত্বেও সভার অনুমতি মিলভহে না।

বিজেপি রাজ্য সভাপতির দাবি, অনেক হয়েছে। শাসক দলের বেয়াদপি সহ্য করেছি। এবার পথে নামতেই হবে। মানুষ আর চাইছে না এই সরকার। এবার পরিবর্তন চান মানুষ। ঊনিশে হাফ আর একুশে সাফ বলেছিলাম আমরা, তার শুরুয়াৎ শুরু হল। আমরা এর শেষ দেখে ছাড়ব। রাজ্যে কম করে ৭৫টি বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ হবে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, করোনা পরিস্থিতির মাঝে এই ধরণা-বিক্ষোভ করে মানুষকে বিপদে ফেলছে। এরা প্রধানমন্ত্রীর নির্দেশও মানে না। এরা মানুষের কথাও ভাবে না। এরা কী মানুষের উপকার করবে?

ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন জেলায় দলীয় নেতারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। রাহুল সিনহা, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ শীর্ষ নেতারা থাকবেন মেয়ো রোডের সভায়। পাশাপাশি পুলিশও মেয়ো রোডের গান্ধী মূর্তি এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। কোনওরকমের নিয়ম উল্লঙ্ঘন তাঁরা মানতে নারাজ। অন্যদিকে রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বক্তব্য, পুলিশ যদি এদিন দলদাসের মতো ভূমিকা নেয়, তাহলে সঙ্ঘর্ষ হবে। অন্যদিকে দিল্লি থেকেও এই কর্মসূচির উপর নজর রাখা হচ্ছে। তারাও দেখতে চান, এই কর্মসূচিকে ঘিরে রাজ্য বিজেপি নেতারা এক হয়ে লড়াই করছেন কিনা। কারণ, যুব কমিটি থেকে রাজ্য কমিটি, সমস্ত বিষয় নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সভাপতি এই ঘটনায় অসন্তুষ্ট। তবে তিনি এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ। তবে দেখার বিষয় আজকের ধরণা মঞ্চে মুকুল রায়ের উপস্থিতি নিয়ে। তিনি থাকবেন বলেই খবর। মুকুল পুত্র শুভ্রাংশু থাকেন কিনা সেটাও দেখার। সাংসদ, যুব সভাপতি সৌমিত্রর যুব কমিটিতে শুভ্রাংশু নেই। ফলে গুঞ্জন রয়েছে। রাজ্য কমিটিতেও পদাধিকারীদের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তার মাঝে এই বিক্ষোভ দলের ফাঁক-ফোঁকড় ভরাট করে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...