তিনি পরিযায়ী শ্রমিকদের পরিত্রাতা। গরিবের মসিহা। বলিউড অভিনেতা সোনু সুদ এখন বাস্তব জীবনের ‘সুপার হিরো’। লকডাউনে ঘরে ফিরতে না পারা পরিযায়ী শ্রমিকদের গাড়ির ব্যবস্থা করে নিজের খরচায় তিনি বাড়ি ফিরিয়েছেন। গরিব চাষি পরিবারের অভাবের কথা শুনে ট্রাক্টর পাঠিয়েছেন। আর সেই বাড়ির দুই কিশোরীকে বলেছেন, তাঁদের বাবা চাষে মন দিক। আর তারা পড়াশোনায়। হরিয়ানা মোরনি গ্রামের গরিব পড়ুয়াদের হাতে তিনি স্মার্টফোন তুলে দিয়েছেন অনলাইন ক্লাস করার জন্য। কারণ, প্রত্যন্ত ওই গ্রামের বেশিরভাগ মানুষই দরিদ্র। স্মার্টফোন তাঁদের কাছে বিলাসিতা। কিন্তু লকডাউন পরিস্থিতিতে অনলাইন ক্লাস করতে সেখানকার ছেলেমেয়েরা প্রচণ্ড সমস্যায় পড়েছেন জানার পর সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন :মাদকযোগে গ্রেফতার শৌভিক, স্যামুয়েল, এবার কি এনসিবির জালে রিয়াও?

সোনু সুদের দাতা কর্ণ রূপ দেখে, এবার একটি ছেলে অ্যাপল আইফোন চেয়ে বসেন সোনুর কাছে। ইশান দ্বিবেদী নামে একজন লেখেন, “স্যার অ্যাপেলের আইফোন চাই। অন্তত ২০ বার টুইট করেছি”। এর উত্তরও দিয়েছেন সোনু। কোনও বকাবকি বা বাজেভাবে নয়।বলেছেন, “আমারও ফোন চাই। আর সে কারণে ২১ বার টুইট করতে পারি”। সোনু সুদের উত্তরে অত্যন্ত খুশি নেটিজেনরা।

I also want a phone..for that I can tweet you 21 times. 😃 https://t.co/9VGB3YKAOw
— sonu sood (@SonuSood) September 2, 2020
আসলে সোনু না-বলা কথায় বলতে চেয়েছেন টুইট করলেই ফোন মেলে না। কোনও কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। অভিনেতা সোনুও নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচণ্ড পরিশ্রম করেছেন। রোজগার করেছেন। এখন সেই সবই তিনি মানুষের ভালোর জন্য ব্যয় করছেন। সোনুর মহত্ কাজের শরিক হয়েছেন তাঁর অসংখ্য বন্ধু ও ভক্তরাও।
আসলে সোনু সুদ এখন গরিব মানুষের কাছে ঈশ্বর। শুধু হরিয়ানার মোরানি গ্রামের পড়ুয়াদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নয়, যেখানেই যিনি বিপদে পড়েছেন তাঁর কাছে সাহায্য নিয়ে হাজির হয়েছেন সোনু। হিমাচল প্রদেশের এক চাষি ছেলেমেয়ের অনলাইন ক্লাসের জন্য রোজগারের একমাত্র সম্বল গরু বেচে স্মার্টফোন কিনেছিলেন। তা জানতে পেরেই সাহায্য নিয়ে পৌঁছন সোনু।এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি।
