ফের ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতির ঘটনা। এবার দক্ষিণ ২৪ পরগণার চম্পাহাটিতে। লুট প্রায় ২৫ লক্ষ টাকা। আজ, শনিবার বেলা সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।

জানা গিয়েছে, মাস্ক পরে ব্যাঙ্কে ঢোকে পাঁচ দুষ্কৃতী। এরপর নিরাপত্তারক্ষী ও ব্যাঙ্কের ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখাতে থাকে তারা। এরপর প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, বারুইপুর থানার আইসি-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
