সুশান্তকাণ্ডে এবার ম্যানেজার দীপেশ সাবন্তকে গ্রেফতার করল এনসিবি

ফের সুশান্তকাণ্ডে নয়া মোড়। শনিবার রাতে প্রয়াত অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার দীপেশ সাবন্তকে গ্রেফতার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। গতকাল শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতারের পর আজ দীপেশকে গ্রেফতার বুঝিয়ে দিয়েছে সুশান্তকাণ্ডে নিষিদ্ধ মাদক যোগের শিকড় কতটা গভীরে! আগামীকাল দীপেশকে তোলা হবে আদালতে। তার হেফাজত চাইবে এনসিবি। এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার হেফাজত পেয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সুশান্তকাণ্ডে দুজনকেই গতকাল এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তাদের তোলা হয় মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে। তাদের বিরুদ্ধে ২০ (বি), ২৮, ২৯, ২৭(এ) ধারা দিয়েছে এনসিবি। কাল সুশান্তের বান্ধবী রিয়াকে তলব করেছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও কেনাবেচার গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, রিয়াকে শৌভিকের মুখোমুখি বসিয়ে এই বিষয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা জানিয়েছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত নিয়মিত নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। তাঁর নির্দেশেই স্যামুয়েল মাদক কিনত বলে জেরায় উঠে এসেছে। সুশান্ত ও রিয়া দুজনেই মাদক সেবন করতেন বলে জেরায় জানিয়েছে একাধিক ব্যক্তি।

আরও পড়ুন- মহামারির জের, ভার্চুয়ালি শিক্ষক দিবস পালন রাজ্যের

 

Previous articleমহামারির জের, ভার্চুয়ালি শিক্ষক দিবস পালন রাজ্যের
Next articleঅরুণাচলে পাঁচ ভারতীয় অপহৃত, তদন্তে গ্রামে গেল পুলিশ দল