জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে সোমবার রাষ্ট্রপতির নেতৃত্বে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সব রাজ্যের শিক্ষামন্ত্রী সহ রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বৈঠকে জাতীয় শিক্ষানীতি কীভাবে প্রণয়ন করা হবে তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এই শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা কী হবে সেই সম্পর্কেও আলোচনা করা হবে বলে খবর। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, রাজ্যগুলির শিক্ষা সচিব এবং উপাচার্যদের। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বৈঠকে আমন্ত্রণ পেয়েছি। আমি এবং শিক্ষাসচিব দুজনে উপস্থিত থাকব।”

আরও পড়ুন : অক্টোবরে পরীক্ষা নিতে চায় রাজ্য, ইউজিসিকে চিঠি শিক্ষা দফতরের
