১২ সেপ্টেম্বর থেকে দেশে আরও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শনিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানান, ১২ সেপ্টেম্বর থেকে ৪০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে রিজার্ভেশন। কিন্তু বাংলার ভাগ্যে রয়েছে মাত্র ৬টি ট্রেন। এর মধ্যে দুটি ট্রেন ছাড়বে হাওড়া থেকে। একটি ছাড়বে লালগড় থেকে। বর্তমানে ২৩০ টি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এর সঙ্গে ৮০ টি ট্রেন যোগ হবে।

দেখে নিন পশ্চিমবঙ্গে কোন কোন ট্রেন চলবে-

১. লালগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ( প্রতিদিন)।

২. ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস (প্রতিদিন)।

৩. বৃহস্পতিবার ও শনিবার ছাড়বে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস।

৪. মঙ্গলবার ও শুক্রবার ছাড়বে তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস।

৫. হাওড়া-ইন্দোর এক্সপ্রেস ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার।

৬. মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ছাড়বে
ইন্দোর-হাওড়া এক্সপ্রেস।

আরও পড়ুন- ৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌভিক ও মিরান্ডার এনসিবি হেফাজত, কাল ডাক রিয়াকেও
