Tuesday, August 26, 2025

শারীরিক দূরত্ব বজায় রেখে হবে দুর্গাপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

অতিমারি পরিস্থিতিতেও দুর্গাপুজো হবে। রবিবার তা স্পষ্ট জানিয়ে দিল মধ্যপ্রদেশ সরকার। মহামারির প্রভাব পড়েছে সব কিছুতেই। নিউ নর্মাল আবহে পাল্টে গিয়েছে সারা বিশ্বের চিত্র। এদিকে ঢাকে কাঠি পড়ার সময় এসে গিয়েছে। কীভাবে পুজো হবে তা নিয়ে নানা পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করছে বাংলা। এরই মধ্যে রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আনলক ৪ এর গাইডলাইন মেনে রাজ্যে পুজোর আয়োজন করা। কীভাবে সবদিক সামলে পুজো হবে সে সম্পর্কে নির্দেশিকাও জারি করেছে সরকার। জানানো হয়েছে-

◼️ সর্বাধিক ১০০ জন পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন।

◼️ দর্শনার্থীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

◼️ প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

পশ্চিমবঙ্গের দুর্গাপুজো মানে রাস্তায় মানুষের ভিড়। সারা বছর অপেক্ষা করে থাকা চারটি দিনের জন্য। গত কয়েক বছরে উপরি পাওনা রাজ্য সরকারের কার্নিভাল। সারা বিশ্বে জনপ্রিয় বাংলার দুর্গাপুজো। কিন্তু মহামারি পরিস্থিতিতে কীভাবে পুজো হবে, সেই পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। প্রশাসন থেকে পুজো উদ্যোক্তারা তৎপর হচ্ছেন ধীরে ধীরে। শুরু হয়েছে ঠাকুর বায়না থেকে, মণ্ডপ সজ্জার কাজ। মধ্যপ্রদেশের দুর্গাপুজো নিয়েই ঘোষণা বাংলার পুজোর ক্ষেত্রে কি কোনও বার্তা দিচ্ছে? বিভিন্ন মহলে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, একইভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে বাংলার শ্রেষ্ঠ উৎসব হতেই পারে।

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...
Exit mobile version