রেলের বেসরকারিকরণ তথ্য ‘বিভ্রান্তিকর’, জল্পনায় জল ঢালল পিআইবি

কয়েক মাস আগেই বেশ কিছু ট্রেন বেসরকারি উদ্যোগে চালানো বলে ঘোষণা করেছে রেলমন্ত্রক ।
সূত্রের খবর, সম্পূর্ণ বেসরকারিকরণ হতে চলেছে ভারতীয় রেল! যদিও টুইটারে এই তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে জল্পনায় জল ঢেলেছে পিআইবি।


এরই পাশাপাশি হতে পারে কর্মী ছাঁটাইও। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছে রেলমন্ত্রক। তবে রেলের সিদ্ধান্ত, কিছু ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে সরকারিও বেসরকারি দফতর। কিন্তু নিয়ন্ত্রণ থাকবে রেলমন্ত্রকের হাতে। হবে না কোনও কর্মী ছাঁটাইও।২০২৭ সাল পর্যন্ত ১৫১টি বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

Previous articleশোভাবাজার, কুমোরটুলির মৃৎশিল্প ও শিল্পী
Next articleকলকাতায় এখন মাত্র একটি কন্টেইনমেন্ট জোন!