Saturday, November 8, 2025

আমি নির্দোষ, কাউকে ভালবাসার জন্য গ্রেফতার হতেও তৈরি : রিয়া

Date:

Share post:

কাউকে ভালবাসা যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধ করার জন্য আমি গ্রেফতার হতে প্রস্তুত। রবিবার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর জেরা শুরুর আগে আইনজীবীর মারফত এই বিবৃতি দেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। আইনজীবী সতীশ মানশিন্ডে রিয়ার বিবৃতি প্রকাশ্যে আনেন। রিয়া বলেছেন, আমি নির্দোষ। তবে কাউকে ভালবাসা যদি অপরাধ বলে গণ্য হয়, সেই অপরাধের জন্য আমি গ্রেফতার হতে তৈরি আছি। সেজন্য আগাম জামিনেরও কোনও আবেদন করছি না। এদিকে সুশান্তকাণ্ডে আজই নারকোটিক কন্ট্রোল ব্যুরোর জেরার মুখে পড়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রবিবার সাতসকালে রিয়ার জুহু তারা রোডের ফ্ল্যাটে গিয়ে তাঁকে তলবের সমন ধরিয়ে আসে এনসিবি। এই তদন্তকারী সংস্থার মুম্বই শাখার প্রধান সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল গিয়ে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রিয়া চক্রবর্তীকে।

প্রসঙ্গত, নিষিদ্ধ মাদক যোগে সুশান্তকাণ্ড নিত্য নতুন মোড় নিচ্ছে। শনিবার রাতে প্রয়াত অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটের হাউজকিপার দীপেশ সাবন্তকে গ্রেফতার করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতারের পর দীপেশের গ্রেফতারি বুঝিয়ে দিয়েছে সুশান্তকাণ্ডে নিষিদ্ধ মাদক যোগের শিকড় কতটা গভীরে! রবিবার বেলায় দীপেশকে তোলা হবে আদালতে। তার হেফাজত চাইবে এনসিবি। এদিকে, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার হেফাজত পেয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সুশান্তকাণ্ডে দুজনকেই শুক্রবার এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের তোলা হয় মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে। তাদের বিরুদ্ধে ২০ (বি), ২৮, ২৯, ২৭(এ) ধারা দিয়েছে এনসিবি। রবিবার সুশান্তের বান্ধবী রিয়াকে তলব করেছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে রিয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও কেনাবেচার গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে। এনসিবি সূত্রে খবর, রিয়াকে তাঁর ভাই শৌভিকের মুখোমুখি বসিয়ে এই বিষয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা জানিয়েছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত নিয়মিত নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। সুশান্তের নির্দেশেই তাঁর ব্যবহারের জন্য স্যামুয়েল মাদক কিনত বলে জেরায় উঠে এসেছে। অন্যদিকে, সুশান্ত ও রিয়া দুজনেই মাদক সেবন করতেন বলে জেরায় জানিয়েছে একাধিক ব্যক্তি।

আরও পড়ুন- রিয়া গ্রেফতার হতে পারেন আজই

 

spot_img

Related articles

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায়...

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে...

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...