Friday, November 14, 2025

এবার প্রাথমিকে অটো পাশের কথা চিন্তা করছে বাংলাদেশ সরকার। নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে আগামী নভেম্বর মাসেও যদি প্রাথমিক বিদ্যালয় খোলা না যায়, তাহলে শিক্ষার্থীদের মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে তুলে দিতে হবে। এমনটাই মনে করেন দেশটির প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

আজ, রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, অক্টোবর বা নভেম্বরে যদি স্কুল খোলা যায়, তাহলে আলাদা দুটি পরিকল্পনা করা আছে।
“যদি স্কুল খোলা যায়, তবে মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারব। আর না হলে তো আপনারা বোঝেন।”

নভেম্বরেও স্কুল খোলা না গেলে এবার বার্ষিক পরীক্ষা হবে না জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, “স্কুল না খোলা গেলে আমরা কী মূল্যায়ন করব?… স্কুল খোলা না গেলে কোনো মূল্যায়ন হবে না।”

এ প্রসঙ্গে বলতে গিয়ে নিজের শৈশবে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বছরের কথা স্মরণ করেন আকরাম-আল-হোসেন।

তিনি বলেন“একাত্তর সালে আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। তখন বই পেতে মার্চ মাস হয়ে যেত। মার্চে বঙ্গবন্ধু তার ভাষণে স্কুল, কলেজ, আদালত সব বন্ধ করে দিলেন। মার্চ থেকে তো বই নেই। আমরা ১৯৭২ সালের জানুয়ারি মাসে স্কুলে গিয়েছি, সেভেনে আমাদের উঠিয়ে দিয়েছে, সমস্যা নেই।”

গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই ছুটি অন্তত ৩ অক্টোবর পর্যন্ত চলবে বলে সরকার জানিয়েছে। তারপরও স্কুল খোলার মত পরিস্থিতি হবে কি না, সে নিশ্চয়তা কেউ দিতে পারছে না, কারণ এখনও প্রতিদিন গড়ে প্রায় দুই হাজারের মত নতুন রোগী শনাক্ত হচ্ছে সারা দেশে।

এ অবস্থায় নভেম্বর মাসেও বিদ্যালয় খোলা না গেলে শিক্ষার্থীদের ‘অটোপাশ’ দেওয়া হবে কি না- সাংবাদিকরা সেই প্রশ্ন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং গণশিক্ষা সচিব আকরামের কাছে।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, অটোপাশের খবর শুনে শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে সরে না যায়, সেজন্য এখনই কোনো ঘোষণা তারা দিচ্ছেন না।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন – চলছে মমতা ম্যাজিক! হাওড়ার বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ঝাঁকে ঝাঁকে যোগ তৃণমূলে

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version