Tuesday, August 26, 2025

মোদির জন্মদিনে বুথ ভিত্তিক ৭০ সদস্যের উপহার পরিকল্পনা বিজেপির

Date:

উপলক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। আর সেটাকেই রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। মোদির জন্মদিনে এবার প্রতি বুথ থেকে নেওয়া হবে নতুন সদস্য। পাখির চোখ ২০২১ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে দলকে একুশের সংগঠিত করতে নয়া পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে ৭০ জন নয়া সদস্য নেওয়ার লক্ষ্যই রেখেছে বিজেপি। কিছু বুথ যা বেশিরভাগ বুথ থেকে এই লক্ষ্যপূরণ করতে পারলে একদিনে দলের সদস্য সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা বিজেপি নেতৃত্বের।

কোচবিহারে ইতিমধ্যেই এই বিশেষ অভিযানের রূপরেখা ছকে ফেলেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা এই অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে এই বিশেষ অভিযান হবে। জেলার সাধারণ সম্পাদক বলেন সঞ্জয় চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিনে সবই ৭০ সংখ্যা দিয়েই করা হবে।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এই দিনেই দলের কাজে গতি আনতে তৎপর বিজেপির সদস্যরা। অতিমারি পরিস্থিতিতে একেই দলীয় কর্মসূচি অনেকটা পিছিয়ে গিয়েছে। তার উপর দফায় দফায় লকডাউন এবং নিয়ম-বিধির ফলে ব্যাপক প্রচার অভিযান করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে কাজে গতি আনাটা অত্যাবশ্যক বলেই মনে করছে বিজেপি। রবিবার জেলার ২৪টি মণ্ডলে বৈঠকও সেরে ফেলেছেন বিজেপির জেলা নেতৃত্ব। তবে দলবদলের যে হিড়িক চলেছে, পদ্মশিবির ছেড়ে যেভাবে শাসকদলের যোগ দিচ্ছেন নেতা ও তাঁর অনুগামীরা- সে পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদির ৭০ তম জন্মদিনে রাজ্য বিজেপির নেতৃত্ব তাঁকে এই উপহার কতটা দিতে পারেন সেটাই দেখার।

আরও পড়ুন- কামারহাটি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version