Friday, August 22, 2025

জোর করে ঘরবন্দি রেখে ওষুধ খাওয়াতো, পরিবারের বিরুদ্ধে সরব আমির খানের ভাই ফয়জল

Date:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না বলিউডের। এবার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে মুখ খুললেন আমির খানের ভাই ফয়সল খান । তাঁর অভিযোগ , তাকে জোর করে ওষুধ খাওয়ানো হতো। এমনকি ইনস্টাগ্রামে পোস্ট এ তিনি স্পষ্ট জানিয়েছেন ,তার পরিবারের লোকজন তাকে মানসিক রোগগ্রস্ত প্রমাণ করার জন্য জোর করে ঘরে বন্দি করে রেখে ওষুধ খাওয়াতো। শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে আদালতে যেতে তিনি পিছপা হননি এবং আদালতের নির্দেশে তার শারীরিক ও মানসিক পরীক্ষার পর জানা যায় তিনি সম্পূর্ণভাবে সুস্থ। তার আরও অভিযোগ, অভিনেতা হিসেবে যাতে তিনি প্রতিষ্ঠা না পান সেই কারণে তাকে নানাভাবে হেনস্থা করা হতো। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন , দাদা আমির খানের 50 তম জন্মদিনের একটি পার্টির কথা । সেখানে উপস্থিত ছিলেন করণ জোহরের মতো পরিচালক। সেখানে তাকে কোনওভাবেই কারো সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানিয়েছেন ।এমনকি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বলিউডে নেপোটিজম থেকে শুরু করে ফেভারিটিজম কাজ করে বলে তিনি মন্তব্য করেছেন ।

এমনকি, সবথেকে বেশি বলিউডে দেখা যায় ইনসাইডার এবং আউটসাইডার বিতর্ক বলে তার মত। ব্যাপক এই দলবাজির কারণেই সুশান্ত সিং রাজপুতের মতো অনেক অভিনেতাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজেদেরকে চরম বিপর্যয়ের পথে ঠেলে দেন বলে তিনি অভিযোগ করেছেন। অথচ শাহরুখ খান থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা, সুশান্ত সিং রাজপুত এর মত প্রচুর অভিনেতা বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু বলিউডকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন বলে তার মতামত। যদিও তাঁর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব।

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version