Thursday, November 6, 2025

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেলেন যুবনেতা

Date:

একুশের বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একদিকে যখন ঘর গোছাচ্ছে তৃণমূল, ঠিক তখনই গেরুয়া শিবিরে একের পর এক ফাটল। নব্য আর আদি বিজেপি দ্বন্দ্বে অশনি সংকেত পদ্ম শিবিরে। এবার দলীয় কর্মী-সমর্থকদের হাতেই বেধড়ক মার খেলেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের যুবমোর্চার এক নেতা। নাম অনিকেত দে। অভিযোগ, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের হাতুড়ির আঘাতেই মাথা ফেটেছে তাঁর। আক্রান্ত হয়েছেন তাঁর অনুগামীরাও। হামলাকারীদের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অশোকনগরের আক্রান্ত বিজেপি যুবমোর্চা নেতা অনিকেত দে ৪ নম্বর জোড়াপুকুর এলাকার বাসিন্দা। অশোকনগর এলাকার পরিচিত ও জনপ্রিয়ত মুখ তিনি। অনিকেত বারাসত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য যুব মোর্চার কার্যকরী কমিটির সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন।

জানা গিয়েছে, অনিকেত দে তাঁর সঙ্গীদের উপর লাঠি, রড, ছুরি, হাতুড়ি নিয়ে আচমকা হামলা চালায় ১৫–‌২০ জনের একটি দল। হামলার সময় হাতুড়ি দিয়ে অনিকেতের মাথায় আঘাত করে। তাঁর সঙ্গীদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁদের প্রত্যেককে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনিকেতের সঙ্গীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে।

এরপরই অনিকেটবেই হামলার দায় চাপিয়েছেন তাঁর দলেরই আরেক বিজেপি নেতার ওপর। বারাসত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন অনিকেত ও তাঁর অনুগামীরা। হামলাকারীরা বর্তমান জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জির হাত ধরে সদ্য বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন অনিকেত। আর দলে আধিপত্য বিস্তার করতে দলের পুরনো নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। হামলাকারীরা পলাতক।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version