Thursday, August 21, 2025

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেলেন যুবনেতা

Date:

একুশের বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। একদিকে যখন ঘর গোছাচ্ছে তৃণমূল, ঠিক তখনই গেরুয়া শিবিরে একের পর এক ফাটল। নব্য আর আদি বিজেপি দ্বন্দ্বে অশনি সংকেত পদ্ম শিবিরে। এবার দলীয় কর্মী-সমর্থকদের হাতেই বেধড়ক মার খেলেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের যুবমোর্চার এক নেতা। নাম অনিকেত দে। অভিযোগ, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের হাতুড়ির আঘাতেই মাথা ফেটেছে তাঁর। আক্রান্ত হয়েছেন তাঁর অনুগামীরাও। হামলাকারীদের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অশোকনগরের আক্রান্ত বিজেপি যুবমোর্চা নেতা অনিকেত দে ৪ নম্বর জোড়াপুকুর এলাকার বাসিন্দা। অশোকনগর এলাকার পরিচিত ও জনপ্রিয়ত মুখ তিনি। অনিকেত বারাসত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য যুব মোর্চার কার্যকরী কমিটির সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন।

জানা গিয়েছে, অনিকেত দে তাঁর সঙ্গীদের উপর লাঠি, রড, ছুরি, হাতুড়ি নিয়ে আচমকা হামলা চালায় ১৫–‌২০ জনের একটি দল। হামলার সময় হাতুড়ি দিয়ে অনিকেতের মাথায় আঘাত করে। তাঁর সঙ্গীদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁদের প্রত্যেককে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনিকেতের সঙ্গীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে।

এরপরই অনিকেটবেই হামলার দায় চাপিয়েছেন তাঁর দলেরই আরেক বিজেপি নেতার ওপর। বারাসত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন অনিকেত ও তাঁর অনুগামীরা। হামলাকারীরা বর্তমান জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জির হাত ধরে সদ্য বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন অনিকেত। আর দলে আধিপত্য বিস্তার করতে দলের পুরনো নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। হামলাকারীরা পলাতক।

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version