Monday, May 5, 2025

অক্টোবরেই মুখ্যসচিব আলাপন, স্বরাষ্ট্র সচিব সুনীল গুপ্ত ? জল্পনা

Date:

Share post:

‘বিশ্ব বাংলা সংবাদ’-এ প্রকাশিত খবর মিলতে চলেছে।

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সেপ্টেম্বরের শেষ দিনেই অবসর নেবেন৷ পরবর্তী মুখ্যসচিব কে, তা নিয়ে আলোচনা চলছে৷ কারন,একুশের শুরুতে বিধানসভা ভোট হতে পারে রাজ্যে৷ ফলে মুখ্যসচিব নিয়োগের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে রাজ্য প্রশাসনকে।

আইএএস মহল প্রায় নিশ্চিত পরবর্তী মুখ্যসচিব হিসেবে সরকার বেছে নিতে পারে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ এই মুহুর্তে তিনিই সিনিয়র।এই সরকারের আমলেই কিছু দিনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বও সামলেছিলেন তিনি।
আলাপনবাবু মুখ্যসচিব হলে ২০২১-এর মে মাস পর্যন্ত ওই পদে থাকবেন৷ মে মাসের মধ্যে বিধানসভা ভোটও মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ পরবর্তী মুখ্যসচিব পদের অন্যতম দাবিদার আলাপন বন্দ্যোপাধ্যায়ই।

আলাপনবাবু মুখ্যসচিব হলে স্বরাষ্ট্র সচিব পদে নতুন মুখ আনতে হবে। ভোটের সময়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব কে থাকবেন, তা নিয়েও প্রশাসনিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকের ধারণা, পরবর্তী স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন রাজ্যের বর্তমান কৃষিসচিব সুনীল গুপ্ত। ১৯৮৭-র ব্যাচের আইএএস সুনীল গুপ্ত দীর্ঘদিন রাজ্যের CEO বা মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন৷ কমিশনের কাজের ধরন এবং সরকারের সঙ্গে কমিশনের সমন্বয়ের বিষয়টি তাঁর জানা৷ তাই নির্বাচনের আগে তাঁর সেই অভিজ্ঞতা সরকার কাজে লাগাতে চাইবে। সে কারনেই এগিয়ে সুনীল গুপ্ত৷ সুনীল গুপ্ত ছাড়াও ভূমি ও ভূমি সংস্কার দফতরের সচিব মনোজ পন্থের নামও এই পদের জন্য বিবেচনায় আছে৷ তবে মনোজ পন্থ তুলনায় অনেকটাই জুনিয়র অফিসার৷ আছে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামও। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

spot_img

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...