Thursday, August 21, 2025

রাজ্যের সর্বত্র আজ, মঙ্গলবার পালিত হবে ‘পুলিশ দিবস’৷

পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানাতে এবং পুলিশকে সম্মান জানাতে একটি বিশেষ দিন ইতিমধ্যেই উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সিদ্ধান্ত, এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার।

ওই ঘোষণা অনুসারে চলতি বছরের ১ সেপ্টেম্বর
‘পুলিশ ডে’ বা পুলিশ দিবস উদ্‌যাপন হওয়ার কথা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্র‌য়াণের জেরে ছুটি ঘোষণা করায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। ঠিক হয়, ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার এ বছরের পুলিশ দিবস পালন করা হবে।

এদিন রাজ্য জুড়ে পুলিশকে সম্মান জানিয়ে হবে নানা অনুষ্ঠান, সংবর্ধনা। আর এই দিনের কথা মাথায় রেখেই নতুন গান রচনা করে তাতে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উ‌ই স্যালুট ইউ, পুলিশ ডে, উই স্যালুট ইউ…’‌ শীর্ষক গানটি গাইবেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানটির প্রথমে ইংরেজি থাকলেও পরে পুরোটাই বাংলায়৷ মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের অক্লান্ত পরিশ্রম এবং দায়িত্ব, কর্তব্যের কথা উঠে এসেছে এই গানে।

মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, “পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। ছোটখাটো ভুল হয়ে গেলে আমরা তাদের গালাগালি দিই। সারাক্ষণই যেন তারা গোলমাল করছে, আইনশৃঙ্খলা সামলাতে পারছে না। একটা দু’টো ঘটনা যদি ঘটেও যায়, সেটা নিয়ে যাঁরা শুধু নিন্দা বা মিথ্যাসুলভ আচরণ করেন, কথায় কথায় বাংলার পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাঁদের বলি, নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লিতে কী হচ্ছে, তার সঙ্গে তুলনা করলে এ রাজ্যের পুলিশ সেরা। আর কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে।”
মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ জনের মৃত্যুও হয়েছে। তার পরেও সামাজিক দায়িত্ব পালন করছে বাহিনী। তাই প্রতি বছর ১ সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’ হিসেবে পালন করবে রাজ্য৷ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version