Saturday, August 23, 2025

রাজ্যের সর্বত্র আজ, মঙ্গলবার পালিত হবে ‘পুলিশ দিবস’৷

পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানাতে এবং পুলিশকে সম্মান জানাতে একটি বিশেষ দিন ইতিমধ্যেই উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সিদ্ধান্ত, এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার।

ওই ঘোষণা অনুসারে চলতি বছরের ১ সেপ্টেম্বর
‘পুলিশ ডে’ বা পুলিশ দিবস উদ্‌যাপন হওয়ার কথা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্র‌য়াণের জেরে ছুটি ঘোষণা করায় সেই পরিকল্পনা পিছিয়ে যায়। ঠিক হয়, ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার এ বছরের পুলিশ দিবস পালন করা হবে।

এদিন রাজ্য জুড়ে পুলিশকে সম্মান জানিয়ে হবে নানা অনুষ্ঠান, সংবর্ধনা। আর এই দিনের কথা মাথায় রেখেই নতুন গান রচনা করে তাতে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উ‌ই স্যালুট ইউ, পুলিশ ডে, উই স্যালুট ইউ…’‌ শীর্ষক গানটি গাইবেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানটির প্রথমে ইংরেজি থাকলেও পরে পুরোটাই বাংলায়৷ মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের অক্লান্ত পরিশ্রম এবং দায়িত্ব, কর্তব্যের কথা উঠে এসেছে এই গানে।

মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, “পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। ছোটখাটো ভুল হয়ে গেলে আমরা তাদের গালাগালি দিই। সারাক্ষণই যেন তারা গোলমাল করছে, আইনশৃঙ্খলা সামলাতে পারছে না। একটা দু’টো ঘটনা যদি ঘটেও যায়, সেটা নিয়ে যাঁরা শুধু নিন্দা বা মিথ্যাসুলভ আচরণ করেন, কথায় কথায় বাংলার পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাঁদের বলি, নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লিতে কী হচ্ছে, তার সঙ্গে তুলনা করলে এ রাজ্যের পুলিশ সেরা। আর কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে।”
মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৮ জনের মৃত্যুও হয়েছে। তার পরেও সামাজিক দায়িত্ব পালন করছে বাহিনী। তাই প্রতি বছর ১ সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’ হিসেবে পালন করবে রাজ্য৷ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version