Thursday, August 21, 2025

ছ’মাস পর শর্তসাপেক্ষে খুলছে স্কুল, নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

প্রায় ছ’মাস পর শর্তসাপেক্ষে খুলতে চলেছে স্কুল। মঙ্গলবার স্কুল খোলা নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আগামী ২১ সেপ্টেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্বার্থে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

নির্দেশিকায় জানানো হয়েছে-

১.শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান গেটের থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।

২. স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। হাইপোক্লোরাইট সলিউশন, অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক মিশ্রণ রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৩. যে স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে সেই স্কুল পরিষ্কার করতে হবে।

৪. শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি অনলাইন পঠনপাঠন চালু থাকবে।

৫. স্কুলে পড়ুয়াদের হাজির হতে গেলে অভিভাবকের সই-সহ অনুমতি জরুরি।

৬. স্কুলের ক্যান্টিন তা আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।

৭. দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।

৮. কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ইত্যাদিও ৭০% অ্যালকোহল যুক্ত মিশ্রণ দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে।

৯. শিক্ষক, স্কুলকর্মী ও পড়ুয়াদের ব্যবহৃত মাস্ক ফেলার জন্য ক্লাসরুম ও সাধারণের যাতায়াতের জায়গায় আলাদা বিনের ব্যবস্থা রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

১০. পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে অবসাদ দেখা দিলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।

১১. পড়ুয়াদের যাতায়াতের জন্য স্কুলের নিজস্ব যানবাহন ব্যবহার করা হলে সেগুলি স্যানিটাইজ করতে হবে।

১২. স্কুলে থাকাকালীন কোনও পড়ুয়া, শিক্ষক বা স্কুলকর্মী অসুস্থ বোধ করলে বা তাঁদের মধ্যে উপসর্গ দেখা দিলে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে।

১৩. কোনও পড়ুয়া, শিক্ষক বা কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এলে গোটা স্কুল ফের স্যানিটাইজ করতে হবে।

আরও পড়ুন- বিজেপির রাজ্য কমিটিতে ব্রাত্য তথাগত! “হেভিওয়েট” শোভন তালিকার ৬৩ নম্বরে

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...