একুশের বিধানসভা নির্বাচনের আগে দলের অন্তর্কলহ নিয়ে জেরবার বঙ্গ বিজেপি। দিলীপ বনাম মুকুল গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই অব্যাহত। দিল্লির দূত হিসেবে সব পক্ষকে একছাতার তলায় আনার চেষ্টা করছেন কৈলাস বিজয়বর্গীয়। তবে মুকুলের প্রতি একটু বেশিই দুর্বল তিনি। যা তির্যক নজরে দেখছে দিলীপ ঘোষ শিবির।

এরই মধ্যে সম্প্রতি নতুন করে জটিলতা তৈরি হয়েছে যুব মোর্চার রাজ্য কমিটি নিয়ে। দু’পক্ষই চাইছে যুবমোর্চার ক্ষমতাসীন লবিকে নিজের হাতে রাখতে। আকার-ইঙ্গিতে সেকথা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি যুবমোর্চার রাজ্য কমিটিতে কোনও পরিবর্তন চান না বলে শুরু থেকেই বুঝিয়ে দিয়েছেন। এবার যুবমোর্চা নিয়ে নিজের অনড় অবস্থান দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। কৈলাসের সঙ্গে এক বৈঠকে দিলীপবাবু জানিয়ে দিয়েছেন, যুবমোর্চার সাধারণ সম্পাদক পদে কোনও পরিবর্তন তিনি চান তিনি। যেমন চলছে, তেমন চলুক।
অসমর্থিত সূত্রে খবর, মুকুল রায় লবি ঘনিষ্ঠ দুই মুখের মধ্যে কোনও একজনকে যুবমোর্চার রাজ্য সাধারণ সম্পাদক করতে চান কৈলাস। যা নিয়ে প্রবল আপত্তি তোলেন রাজ্য সভাপতি। এই নিয়ে দিলীপবাবুর সঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান, কৈলাস এবং কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের প্রবল মতান্তর হয় বলেও জানা গিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে, যুবমোর্চার রাজ্য কমিটি অপরিবর্তিত থাকলে বঙ্গ বিজেপির গোষ্ঠী সমীকরণে মুকুল রায়ের চেয়ে দিলীপ ঘোষের পাল্লাই ভারী থেকে যাবে। তাই এক্ষেত্রে কোনওরকম আপসের রাস্তায় হাঁটতে চাইবে না দিলীপ গোষ্ঠী। অন্যদিকে, দিলীপ বিরোধী শিবিরকে তোল্লা দিতে যুবমোর্চার সাধারণ সম্পাদক পদে মুকুল ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন কৈলাস!

আরও পড়ুন : গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, দলীয় কর্মীদের হাতেই বেধড়ক মার খেলেন যুবনেতা
