Tuesday, August 26, 2025

ভাইরাস সংক্রমণ রুখতে পেরেছে চিন, চিকিৎসকদের মেডেল দিয়ে দাবি জিংপিং- এর

Date:

Share post:

মহামারি মোকাবিলা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছে চিন। সংক্রমণ রুখতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন দেশের চিকিৎসক, বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মীরা। সারা বিশ্বের মধ্যে ব্যতিক্রমী চিনের ভূমিকা। এমনটাই দাবি করলেন সে দেশের প্রেসিডেন্ট শি জিংপিং।

৫ সেপ্টেম্বর থেকে বেজিং- এ বাণিজ্য মেলা শুরু হয়েছে। ওই মেলায় করোনা যোদ্ধাদের সম্মানিত করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সরকার। ওই অনুষ্ঠানে ৪ চিকিৎসককে মেডেল দিয়ে সম্মানিত করেন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে জিংপিং বলেন, মহামারির জেরে সারা বিশ্বের অর্থনীতিতে ভাঙন ধরেছে। কিন্তু ব্যাতিক্রম ছবি লক্ষ্য করা গিয়েছে চিনে। এই ক্ষত মেরামত করতে পেরেছে চিন। শুধু তাই নয়, চিনে সংক্রমণ প্রায় নির্মূল হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। যারা সফলভাবে এই সংক্রমণ পেরেছেন তাঁদের সম্মান জানিয়েছেন তিনি। ৪ চিকিৎসক কে ‘পিপল’স হিরো’ বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। এই ৪ জনের মধ্যে চিকিৎসক ৮৩ বছরের ঝং নানশানকে সোনার মেডেল দিয়ে সম্মান জানান শি।

এদিকে চলতি মাসেই চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, সুস্থ হয়ে ওঠার পরেও নতুন করে উপসর্গ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, সংক্রমণ সারিয়ে উঠলেও ৮০ শতাংশ বেশির রোগীর ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুস্থ হয়ে ওঠার পরেও কৃত্রিমভাবে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। অন্যদিকে মহামারি আবহে উহানের বাজার খুলে দেওয়া হয়। এমনকী সেই দেশে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ছড়ানোর খবর মিলেছিল সংবাদমাধ্যম সূত্রে। আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় উহান থেকেই। বাণিজ্য মেলায় প্রেসিডেন্টের ওই অনুষ্ঠানে শতাধিক মানুষের সমাবেশ হয়। তবে চিনের সংবাদমাধ্যমের দাবি, সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চিন থেকেই সারা বিশ্বে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাতে ক্ষুব্ধ হয় আমেরিকা সহ প্রথম বিশ্বের দেশগুলি। চিনের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভাইরাসের সংক্রমণে চিনে মৃত্যু লক্ষাধিক। এদিকে চিন প্রমাণ করার চেষ্টা করছে, ভাইরাসের সংক্রমণে মাত্র ৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যু সংখ্যা আরও বেশি বলেও দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট এর বক্তব্য, গত কয়েক মাসে চিনে ফুসফুসের সংক্রমণজনিত রোগে, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, কিডনি বিকল হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসের সংক্রমণেই এই মৃত্যু হয়েছে। কিন্তু চিন সেটা চেপে গিয়েছে।

আরও পড়ুন : নেই হু’এর ছাড়পত্র, সাধারণের হাতের নাগালে রাশিয়ার ‘স্পুটনিক ফাইভ’

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...