BREAKING: চলতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে JEE ফলাফল! ইঙ্গিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

করোনা আবহের মধ্যেই বহু বিতর্কের অবসান ঘটিয়ে গোটা দেশজুড়ে মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (JEE Main)। ১ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হয়েছে ৬ সেপ্টেম্বর। এরপর সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET হবে ১৩ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই JEE পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে কেন্দ্র। টুইটে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল।

আজ, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “সরকারের ওপরে ভরসা রেখে যেসব পরীক্ষার্থী JEE পরীক্ষায় বসেছিলেন তাঁদের ধন্যবাদ। ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে খুব শীঘ্রই তা ফলপ্রকাশ করে দেওয়া হবে।”

যেভাবে জানবেন JEE Main পরীক্ষার ফলাফল–

ফলপ্রকাশের পর তা জানা যাবে jeemain.nta.nic.in ওয়েব সাইট থেকে।

সংশ্লিষ্টই ওয়েব সাইটে গিয়ে পরীক্ষার্থীদের ক্লিক করতে হবে “JEE Mains 2020 results” লিঙ্কে।

নতুন একটি পেজ খুলে যাবে।

সেখানে অপশন অনুসারে দিতে হবে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য।

সঠিক অপশন দিয়ে ক্লিক করলেই মুহূর্তে বেরিয়ে আসবে ফলাফল

ওয়েব সাইট থেকেই ফলাফল ডাউনলোডও করা যাবে।

আরও পড়ুন- বাংলার ভোট, বিজেপি এবং রিয়া চক্রবর্তী, কণাদ দাশগুপ্তর কলম

Previous articleবাংলার ভোট, বিজেপি এবং রিয়া চক্রবর্তী, কণাদ দাশগুপ্তর কলম
Next articleজঙ্গি ফতোয়া অসমে করা যাবে না দুর্গাপুজো