Monday, May 19, 2025

রুটি-আচারের জীবন কাটিয়ে দুটি বাংলোর মালিক বলিউডের ‘কুইন’

Date:

Share post:

এক সময় খাওয়া বলতে শুধু ছিল রুটি-আচার। সুদূর হিমাচল থেকে তিনি পাড়ি দিয়েছিলেন বি টাউনে। পরিবারের কারোর চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্ক ছিল না। হিমাচল প্রদেশের মান্ডির ছোট্ট শহর সুরজপুর থেকে একার লড়াই শুরু হয়েছিল কঙ্গনা রানাওয়াতের। রক্ষণশীল পরিবার চেয়েছিল মেয়ে চিকিৎসক হোক। কিন্তু কঙ্গনার লক্ষ্য ছিল অন্য কিছু।

বলিউড অভিনেত্রী কঙ্গনার জীবন শুরু হয়েছিল ভারসোভার এক কামরার ঘর থেকে। হিমাচল থেকে চণ্ডীগড়, দিল্লি থেকে মুম্বই, তিনি প্রতিটি স্তরে লড়াই করে এগিয়েছেন। একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল যে দিনে মাত্র একবার খাবার জুটত।
গ্যাংস্টার’ ছবির অফার পাওয়ার পর পরিস্থিতি কিছুটা পাল্টায়। ঝুলিতে যোগ হয় ফ্যাশন এর মতো ছবিও। তিনটি জাতীয় পুরষ্কার পান কঙ্গনা। এরপরই শুরু হয় উড়ান।

মুম্বাইয়ের খারে কঙ্গনার একটি ৫ বিএইচকে ফ্ল্যাট রয়েছে। ‘ফ্যাশন’ ছবির সাফল্যের পরে, এই অভিনেত্রী সান্টা ক্রুজ হাইরাইজে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। বাড়ির ভোলবদলের জন্য ইন্টিরিয়ার ডিজাইনার রিচা বহেলকে দায়িত্ব দেন। পাঁচ বেডরুমের ঘরে তিন বছর ধরে থাকছেন কঙ্গনা। তাঁর ফ্ল্যাটের থিম হিমাচল প্রদেশে কঙ্গনার বাড়ির কথা মাথায় রেখেই করা হয়। অন্যদিকে মানালির বাংলো ৩০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়। যেখানে রয়েছে আটটি বেডরুম, স্টেপ-আউট ব্যালকনি, একটি সংরক্ষণাগার, জিমনেসিয়াম, যোগ ব্যায়ামের জন্য একটি কক্ষ। ইউরোপীয় ধাঁচে তৈরি করা হয়েছে ওই বাংলো।

সুশান্তের মৃত্যুর পরই সরব হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বর্তমানে শিবসেনার সঙ্গে অভিনেত্রীর সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। দফায় দফায় শিবসেনার সঙ্গে বাকযুদ্ধ চলে অভিনেত্রীর। সেই সময় তিনি ছিলেন মানালিতে নিজের বাড়িতে। ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরছেন বলে হুঁশিয়ারি দেন কঙ্গনা রানাওয়াত। এরপরই অভিনেত্রীকে Y+ নিরাপত্তা দেয় কেন্দ্র। এদিকে বুধবার বৃহন্মুম্বই পুরসভা কঙ্গনার অফিস এবং ফ্ল্যাট ভাঙে। পুরসভার যুক্তি, বেআইনি নির্মাণ করা হয়েছে। এই ভাঙচুরের উপর বুধবারই স্থগিতাদেশ জারি করেছে বোম্বে হাইকোর্ট।

spot_img

Related articles

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই...

টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। টেকনো ইন্ডিয়া গ্রুপের...