Tuesday, December 16, 2025

মস্কোয় ভারত-চিন বৈঠকে মুখোমুখি, মিটবে কি সংঘাত!

Date:

Share post:

আলাপ আলোচনা চলছে। চলছে সংঘাতও। এই পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা প্রশমনে মস্কোয় মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ভারত ও চিনের বিদেশ মন্ত্রী।

ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী  ওয়াং ই-র বৈঠক সফল হবেই এমন আশা বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি নেই। তবে পূর্ব লাদাখে চিন-ভারত উত্তেজনা প্রশমনে কোনও রাস্তা বের হলেও হতে পারে।দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ব্যবসা-বাণিজ্যর অবস্থাও তাই। এতদিন চিন সীমান্তে আস্ফালন করলেও, ভারতে বাণিজ্যে তাদের অসুবিধে হয়নি।বরং ভারতে কেন্দ্র করে তাদের অর্থনীতির রেখচিত্র ঊর্ধ্বমুখী হয়েছে।

আরও  খবর : সার্বভৌমত্ব নষ্টের চেষ্টার জবাব রাফাল, বার্তা রাজনাথের

তবে এবার ভারত একাধিক চিনা অ্যাপের পাশাপাশি চিনা ব্যবসায়িক সংস্থার বড় বড় প্রজেক্টের টেন্ডার বাতিল করায় ধাক্কা খেয়েছে তারা। সূত্রের খবর চাপে পড়েই চিন কিছুটা নমনীয় হলেও হতে পারে।

গত কয়েকমাস ধরে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা লাল ফৌজ দাপিয়ে বেড়াচ্ছে। বৈঠকে সেনা সরানোর কথা বলা হলেও, আদতে যে সেটা হচ্ছ না একাধিক উপগ্রহ চিত্রে তা স্পষ্ট। তার মধ্যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সোমবার গুলি চলার ঘটনায় উত্তেজনার পারদ বৃদ্ধি পেয়েছে। ৪৫ বছর পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এভাবে গুলি চলেছে। চিন-ভারত দু’জনেই দু’জনের দিকে আঙুল তুলেছে। গুলিতে হতাহত কেউ হয়নি ঠিকই, তবে এটাকে ‘ওয়ার্নিং শট’ বলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার দু’দফায় মন্ত্রী জয়শঙ্কর ও ওয়াং ই-এর বৈঠকের কথা। প্রথমটা হবে ত্রিপাক্ষিক। সেখানে থাকবে ভারত, চিন ও রাশিয়া।লাদাখে সংঘর্ষের পর ভিডিও কনফারেন্সে একবার এই বৈঠক হয়েছিল। তারপর মুখোমুখি বসবেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী।

মস্কোর যাওয়ার আগে তাঁর প্রকাশিত বইয়ে বিদেশমন্ত্রী বলতে চেয়েছেন, এখন আর অর্থনীতি, বাণিজ্যকে আলদা করে দেখা চলবে না। কারণ, চিন এতদিন ভারতের সঙ্গে অশান্তি করেও ব্যবসা সুন্দরভাবে চালিয়ে গিয়েছে। এবারই প্রথম তারা বাণিজ্যে ভারতের তরফে ধাক্কা খেয়েছে।

জানা গিয়েছে, শীতে পূর্ব লাদাখের প্রতিকূল আবহাওয়ায় উত্তেজনা যাতে কমানো যায় সে চেষ্টা হবে। কারণ, প্রতিকূল আবহাওয়া দুই দেশের সেনাবাহিনীর পক্ষেই বিপজ্জনক। তাতে আখেরে দুই দেশেরই ক্ষতি। পাশাপাশি চেষ্টা হতে পারে সীমান্ত সমস্যা সমাধানে চিন যদি প্রকৃতই উদ্যোগী হয় তাহলে দুই দেশের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার। এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হবে তার জন্য হয়তো বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

spot_img

Related articles

আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয়...

১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে...

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...