Thursday, November 13, 2025

শক্তি বাড়ছে, আজই ভারতীয় বায়ুসেনায় যুক্ত হচ্ছে রাফাল যুদ্ধবিমান

Date:

প্রতীক্ষার অবসান। আজই ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ফ্রান্স থেকে আসা রাফাল যুদ্ধ বিমান। রাফাল হাতে পেয়ে নিঃসন্দেহে শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার। সামরিক বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, আগামী দিনে গেম চেঞ্জার হতে চলেছে রাফাল ফাইটার জেট। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে তীব্র উত্তেজনার পরিস্থিতিতে যা ভারতের পক্ষে অনেকটাই স্বস্তির।

বৃহস্পতিবার সকাল থেকেই সেজে উঠেছে হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি। এখানেই এক অনুষ্ঠানে পাঁচটি রাফাল ফাইটার জেটকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ আনুষ্ঠানিকভাবে রাফালকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবেন। আম্বালার এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ফ্রান্সের সামরিক বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

প্রসঙ্গত, ফ্রান্সের সঙ্গে ভারত সরকারের সরকারি স্তরে চুক্তি অনুযায়ী ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান কেনা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি যুদ্ধ বিমান গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, এই রাফাল এয়ারক্র্যাফ্টগুলিকে ‘গোল্ডেন অ্যারোজ’ -এর ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী নভেম্বরে দ্বিতীয় পর্যায়ের আরও পাঁচটি রাফাল আসার কথা। রাফাল চালনার জন্য ভারতীয় বায়ুসেনা পাইলটদের প্রশিক্ষণ হবে ফ্রান্সে। ২০২১ এর শেষদিকে চুক্তিমত ৩৬ টি রাফাল ফাইটার জেটই ভারতের হাতে এসে যাবে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version