Monday, August 25, 2025

প্রতীক্ষার অবসান। আজই ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ফ্রান্স থেকে আসা রাফাল যুদ্ধ বিমান। রাফাল হাতে পেয়ে নিঃসন্দেহে শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার। সামরিক বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, আগামী দিনে গেম চেঞ্জার হতে চলেছে রাফাল ফাইটার জেট। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে তীব্র উত্তেজনার পরিস্থিতিতে যা ভারতের পক্ষে অনেকটাই স্বস্তির।

বৃহস্পতিবার সকাল থেকেই সেজে উঠেছে হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটি। এখানেই এক অনুষ্ঠানে পাঁচটি রাফাল ফাইটার জেটকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ আনুষ্ঠানিকভাবে রাফালকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবেন। আম্বালার এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ফ্রান্সের সামরিক বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

প্রসঙ্গত, ফ্রান্সের সঙ্গে ভারত সরকারের সরকারি স্তরে চুক্তি অনুযায়ী ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান কেনা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি যুদ্ধ বিমান গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, এই রাফাল এয়ারক্র্যাফ্টগুলিকে ‘গোল্ডেন অ্যারোজ’ -এর ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী নভেম্বরে দ্বিতীয় পর্যায়ের আরও পাঁচটি রাফাল আসার কথা। রাফাল চালনার জন্য ভারতীয় বায়ুসেনা পাইলটদের প্রশিক্ষণ হবে ফ্রান্সে। ২০২১ এর শেষদিকে চুক্তিমত ৩৬ টি রাফাল ফাইটার জেটই ভারতের হাতে এসে যাবে।

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version