Friday, August 22, 2025

ভাইরাল নেশাগ্রস্ত সুশান্তের ভিডিও, রিয়ার পুরনো টুইট ঘিরে শোরগোল নেট পাড়ায়

Date:

মাদক যোগের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যে দুই রাত জেলে কাটিয়েছেন সুশান্তের বান্ধবী। এনসিবি হেড কোয়ার্টার থেকে বাইকুলা জেলে নিয়ে আসা হল রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার রাতে তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত। আজ বৃহস্পতিবার ফের জামিনের আবেদন করবেন রিয়ার আইনজীবী।


রিয়ার গ্রেফতারির পর মাদক যোগে সুশান্তের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, সুশান্ত বেঁচে থাকলে একই কারণে তাঁকেও হাজতবাস করতে হতো। এরই মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে নেশাগ্রস্ত সুশান্তের এক ভিডিও। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে বই হাতে সুশান্ত শুয়ে রয়েছেন ৷ চোখ-মুখ একেবারে নেশাতুর। অস্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে অভিনেতা। ওই ভিডিও তুলেছিলেন রিয়া চক্রবর্তী। আর ভিডিও ভাইরাল হতেই দড়ি টানাটানি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পর এনসিবি গ্রেফতার করে অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার রাতে এনসিবির হেফাজতে ছিলেন রিয়া। অভিনেত্রী গ্রেফতার হওয়ার পর ভাইরাল হয়েছে তাঁরই এক পুরনো টুইট। ২০০৯-এর সেই টুইটে রিয়া লিখেছিলেন, “এক ভারতীয় মহিলা সম্পর্কে কাহিনী শুনলাম। মাদকদ্রব্য পাচারের জন্য যাকে সাড়ে ৪ বছর জেলে কাটাতে হয়েছে।”

যদিও কী কারণে এবং কাকে নিয়ে রিয়ার এই টুইট করেছিলেন, তা স্পষ্ট নয়। এই টুইট ভাইরাল হতেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। রিয়ার ওই টুইটে একজন লিখেছেন, “কী ভবিষ্যৎবাণী, রিয়াই সেই ভারতের উত্তর।” আরেকজনের বক্তব্য, ” রিয়া সম্ভবত নিজের কথাই লিখেছেন।”

Related articles

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE)...
Exit mobile version